Home | আন্তর্জাতিক | হরতালে জাবিতে ক্লাস হয়নি

হরতালে জাবিতে ক্লাস হয়নি

মাহতাব উদ্দীন রবিন, জাবি প্রতিনিধি, ৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জামায়াতের ডাকা হরতালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার কোন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। কয়েকটি বিভাগের ইনকোর্স পরীক্ষাও স্থগিত করেছেন শিক্ষকরা।
কলা ও মানবিকী অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, বিজনেস স্টাডিস অনুষদ, আইন অনুষদ ও দুটি ইনস্টিটিউটে ঘুরে দেখো গেছে, কোন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত হয়নি। এমনকি কোন কোন বিভাগে তালা ঝুলছে দেখো গেছে। এদিকে হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের কোন পরিবহন চলাচল করেনি। ফলে ঢাকার বাহিরের কোন শিক্ষক ও শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী খোলা থাকলেও শিক্ষার্থীদের দেখা যায়নি।

x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...