Home | আন্তর্জাতিক | হবিগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত

হবিগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত

ফরহাদ চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি, ২০ মার্চ,বিডি টুডে ২৪ ডটকম : সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল হবিগঞ্জে ঢিলেঢালা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শহরে হরতালের সমর্থনে কোন ধরণের মিছিল বা পিকেটিং হয়নি। সকাল থেকে রাজপথ ছিল পুলিশের দখলে। দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালত খোলা ছিল। দূরপাল্লার ব্যতীত সব ধরণের যান চলাচল ছিল স্বাভাবিক। তবে বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় হরতালের সমর্থনে পিকেটাররা একটি বাসের কয়েকটি গ্লাস ভাংচুর। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের আমীর অ্যাডভোকেট জুবায়ের এর গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে জামায়াতের আহ্বানে এ হরতাল পালিত হয়।

x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...