ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | স্বামী পরিত্যক্ত এক নারীকে  সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা

স্বামী পরিত্যক্ত এক নারীকে  সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোনা)ঃ নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে গত ১২ মার্চ রবিবার সকালে রুদ্রশ্রী এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় চালক সবল ও গাড়ির মালিক তমজিদ। 

পরে ঢাকার একটি হোটেলে আটকিয়ে রেখে দুজন মিলে একাধিকবার ধর্ষণ করেন। গত ১৭ মার্চ শুক্রবার গভীর রাতে রুদ্রশ্রী এলাকা সড়কের পাশে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। 

এই ঘটনাটি এলাকায় প্রকাশ পাওয়ার পর থেকে ভুক্তভোগী নারী এলাকার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারের জন্য গেলে কোনো আশ্বাস না পেয়ে গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মদন থানায় দুইজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ভুক্তভোগী নারীর বাবা জানান, আমি খুব গরিব মানুষ। বাজারে বাজারে পিঠা বিক্রি করে সংসার চালাই।  আমার মেয়েকে অন্যের বাসায় কাজ দিবে বলে প্রলোভন দেখিয়ে গাড়ির মালিক তমজিদ ও তার ড্রাইভার সবল ঢাকায় নিয়ে যায়। গত শুক্রবার রাতে গাড়ির মালিক আমাকে ফোন দিয়ে জানায় আপনার মেয়ে রুদ্রশ্রী সড়কের পাশে আছে। মেয়ে বাড়িতে আসার পর জানতে পারলাম ৫দিন আটকে রেখে আমার মেয়েকে ধর্ষণ করেছে। 

এ ঘটনার  পর থেকেই একটি মহল ধামাচাপা দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছে। 

অভিযুক্ত গাড়ি চালক সবল মিয়া জানান, তার সঙ্গে আমার দীর্ঘদিন যাবৎ সম্পর্ক। সে বিবাহিত, আমিও বিবাহিত, সে নিজেই আমার সাথে ঢাকা গিয়েছে। যেহেতু এমন ঘটনা ঘটেছে আমি বিয়ে করতে রাজি আছি। 

মাইক্রোবাসের মালিক তমজিদ জানায়, আমি গাড়ি ভাড়া দিয়েছি, চালক কি করছে তা আমার জানা নেই। চালকের ফোন বন্ধ থাকায় আমার গাড়ি ট্যাকারের মাধ্যমে অবস্থা নিশ্চিত করে মেয়েটিকে উদ্ধার করি ।

ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি এ প্রতিনিধিকে জানান, গত মঙ্গলবার সকালে ভুক্তভোগী মেয়েটিকে নিয়ে তার মা ইউনিয়ন পরিষদে এসেছিল। আমি তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী নারীকে পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

 মদনে ৪দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের  বাড়িতে প্রেমিকার অবস্থান প্রেমিক  পলায়ন 

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ  দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ...

মদনে কুলিয়াটি খাল ভূমিদস্যুদের দখলে

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)  : নেত্রকোণার মদনে কুলিয়াটি গ্রামের ভিতর দিয়ে বয়ে ...