স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
একটি মাত্র সদস্য পদ ছাড়া সব কটিতেই এ প্যানেল বিজয় অর্জন করেছে।
২০১৩-১৪ কার্যবর্ষের এ নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এ জে মোহাম্মদ আলী। তিনি বিএনপি আমলে অ্যাটর্নি জেনারেল ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও তিনি।
সাধারণ সম্পাদক হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ণ নিয়ন্ত্রণ নিল বিএনপির আইনজীবীরা।
সভাপতি পদে এজে মোহাম্মদ আলী পেয়েছেন ১৬৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে খোকন পেয়েছেন ১৬৭৬ ভোট।
এছাড়া সহ-সভাপতি নীল প্যানেলের এবিএম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা, সহ-সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার রাজা ও মোহাম্মদ সাইফুর রহমান, কোষাধ্যক্ষ রবিউল করিম নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে আঞ্জুমান আরা বেগম (মুন্নী), ফাতেমা খাতুন, মো. ওয়াহিদুজ্জামান সোহেল, এম মিজানুর রহমান মাসুম, মো. কামরুজ্জামান সেলিম, মো. আলমগীর হোসেন, হোসনে আরা বেগম বাবলী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে হোসনেয়ারা বেগম বাবলীই একমাত্র আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের বাকিরা সবাই নীল প্যানেলের।
রাত সোয়া ২টায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নুর হোসেন চৌধুরী।
মোট ভোটার সংখ্যা ৪,০৪৫ জন। নির্বাচনে মোট ভোট দিয়েছেন ৩,২০৩ জন।