Home | আন্তর্জাতিক | সুন্দরবনে কোষ্ট গার্ডের অভিযান বনদস্যুদের হাতে অপহৃত ৭ জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে কোষ্ট গার্ডের অভিযান বনদস্যুদের হাতে অপহৃত ৭ জিম্মি জেলে উদ্ধার

এম শিমুল খান, খুলনা  প্রতিনিধি, ২৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখী, ডোড়া খাল ও সুপতি এলাকা থেকে কোষ্ট গার্ড অভিযান চালিয়ে বনদস্যুদের অপহৃত ৭ জিম্মি জেলেকে উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বিকেলে শরনখোলা কোষ্টগার্ড ষ্টেশনে হস্তান্তর করা হবে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কোষ্টগার্ড মংলাস্থ পশ্চিম জোনের লে. কমান্ডার শরিফুল হক খাঁন জানান, বনদস্যু কালু ও রুবেল বাহিনীর সদস্যরা  গত ৩ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে। পরে তাদের নিকট ৬০ ল টাকা মুক্তিপনের দাবী করে। উদ্ধারকৃতরা হলো আঃ হাকিম, বাদল খান, জালাল, এনায়েত, রফিক, সোহাগ ও ফেরদৌস। তদেরকে বনদস্যু রুবেল বাহিনী ৬০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে শুক্রবার অপহরন করে। তাদের বাড়ি সুন্দরবন উপকুলের মংলা, শরনখোলা, পিরোজপুর ও বরগুনা এলাকায়।  এ দিকে রোববার ভোরে বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়া সংলগ্ন এলাকায় বনদস্যুদের হাতে অপহৃত ৩০ জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে নৌ বাহিনী। সমুদ্র সীমায় টহলে নিয়োজিত নৌ বাহিনীর জাহাজ বিএনএস সুরমা রেববার সকাল থেকে এ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মংলা নৌঘাটির লে.কমান্ডার (সিও) সাব্বির আহম্মেদ খান। অপর দিকে সুন্দরবন থেকে গাছ পাচারের সময়ে মংলা কোষ্টগার্ড ৫ টি ট্রলারসহ ৬ পাচারকারীকে আটক করে। এ সময়ে পচারের জন্য জড় করে রাখা ১৬ ল টাকা মূল্যেও গাছ উদ্ধার করা হয়। আটককৃত ৬ পাচারকারীরা হলো হযরত আলী, মোশারেফ, সালাম, মামুন, আলমগীর ও মোসলেম। জব্দকৃত দুই হাজার ঘনফুট গাছ সংশিষ্ট বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...