ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বুধবার ১০ নভেম্বর বিকাল ৩টায় সালন্দর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আমিনুল ইসলামের
সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা উম্মুল খায়ের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত জামান অপু।সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারন সম্পাদক আব্দুল ওয়াফু তপু, আওয়ামী লীগ নেতা মহিরউদ্দীন মহির,ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অংগসংগঠণের নেতৃবৃন্দ। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আমিনুল ইসলামকে সভাপতি, চৌধুরী মোঃ ফয়সাল বাদশাকে সহ-সভাপতি,আব্দুল হামিদকে সাধারন সম্পাদক,মোঃ সাগর যুগ্ম সম্পাদক, আব্দুর রাজ্জাক সাংগঠনিক সম্পাদক, মাসুদ রানা প্রচার সম্পাদক, আব্দুল জব্বার দপ্তর সম্পাদক, জাহাংগীর আলম বিপুল ও সফিকুল ইসলামকে সদস্য করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ’র নেতৃত্বে সদর উপজেলার ইউনিয়নগুলোতে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠেছে।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ বলেন পর্যায়ক্রমে উপজেলার যেসকল এলাকায় মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে সেসব জায়গায় সম্মেলনের আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে।সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল পর্যায়ের কর্মীরা।সম্মেলনে আমিনুল সভাপতি, আবদুল হামিদ সাধারণ সম্পাদক নির্বাচিত।
বিশাল রহমান, ঠাকুরগাঁও