আমিনুল ইসলাম হিরন, ছাতক থেকে ; মানবেতর জীবনযাপনদালালদের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় ইরান থেকে ইরাক প্রবেশের সময় সীমান্তে ইরাকি পুলিশের হাতে গ্রেফতার হওয়া দেড়’শ বাংলাদেশী যুবকের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আটক যুবকদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পরিবারের সদস্যদের পক্ষ থেকে ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন সহ ভিন্ন কর্মসূচী পালন করা হলেও বাংলাদেশসরকারের কোন সহযোগীতা পাচ্ছেন না তারা। দীর্ঘ প্রায় ৩ মাস ধরে ইরাকের একটি কারাগারে মানবেতর জীবন যাপন করছেন বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে কারাগারে আটক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আখতার হোসেন (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ইরাকের কুর্দিস্থান সিটির সোলেমানী জিনরানি কাসপিরাত করাগার থেকে ছাতকের ওয়াহিদ আলী ও রংপুরের মিজান উদ্দিন টেলিফোনে এ প্রতিবেদক কে জানান,গত ৩ মাস দেশ মাস পূর্বে ইরান থেকে দালালদের খপ্পরে পড়ে সীমান্ত পথে ইরাক প্রবেশের সময় তারা দুজন সহ দেড় শতাধিক বাংলাদেশী যুবককে আটক করে ইরাকের পুলিশ। আটকের পর তাদের কে ৬ মাসে কারাদন্ড প্রদান করে স্থানীয় একটি আদালত। ৬ মাস কারাভোগের পর আটককৃত দের ইরাকে বসবাসে অনুমতি দেয়ার প্রতিশ্রæতি দেয় ইরাকের স্থানীয় পুলিশ প্রশাসন। কিন্তু সম্প্রতি ইরাকের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটক বাংলাদেশী যুবকদের ইরানে পুশব্যাক করা হবে বলে জানিয়ে দেয়া হয়। ফলে আটক বাংলাদেশী যুবকদের মধ্যে চরম উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে ইরাকে বসবাসের অনুমতি না দিলে নিজ মাতৃভূমি বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেয়ার দাবী জানিয়েছেন তারা। তারা আরো জানান, ইরান সীমান্তে আমাদেরকে পুশব্যাক করা হলে আন্তর্জাতিক মাফিয়া চক্রের কবলে পরে আমাদের জীবন হানির আশংকা রয়েছে। মাফিয়া চক্রের সদস্যরা জোর পূর্বক সীমান্ত থেকে লোকদের ধরে নিয়ে ১০-১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে এবং চাহিদা মত তাদের কে মুক্তিপনের টাকা না দিতে পারলে আটককৃতদের নির্মমভাবে হত্যা করা হয়। কারাগার থেকে আটক বাংলাদেশীরা ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সহযোগীতার জন্য বারবার ফোন দিলেও দূতাবাস কর্মকর্তারা ফোন রিসিভ করেন না বলে জানান তারা। কারাগারে আটক বাংলাদেশীরা সাজার মেয়াদ শেষে তাদের কে ইরাকে বসবাসের অনুমতি অথবা দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র, শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন। এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রলায়ের সচিব ডঃ জাফর আহমদ খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইরাকের কারাগারে কিছু বাংলাদেশী আটক থাকার খবর ভিন্ন পত্রিকার সংবাদে জানতে পেরে ইরাক দূতাবাসকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দিয়েছি
Home | সারা দেশ | সরকারের সহযোগিতা না পাওয়ার অভিযোগ ইরাকের কারাগারে দেড়’শ বাংলাদেশীর মানবেতর জীবনযাপন