ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন বসছে আজ রোববার। সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে এ অধিবেশন। এ অধিবেশনের চার দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ ২০২০) উপলক্ষে বিশেষ অধিবেশনের মর্যাদা পাচ্ছে। তাই জাতীয় সংসদ ভবনজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সাজানো হয়েছে সংসদ ভবন এলাকা। সংসদ লেকে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নান্দনিক নৌকা ভাসানো হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এ অধিবেশন হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হচ্ছে। বিশেষ অধিবেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের সাংবাদিকরা।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আজ সংসদ অধিবেশন বসলেও মুজিববর্ষের বিশেষ কার্যক্রম আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে। করোনা পরিস্থিতির কারণে বিদেশি অতিথিরা না থাকলেও এই অধিবেশনকে স্মরণীয় করে রাখতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে বিশেষ অধিবেশন বসবে। অধিবেশনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর স্মারক বক্তৃতা ও সাধারণ আলোচনায় হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৯ থেকে ১২ নভেম্বর বিশেষ কার্যক্রম চললেও বাকি দিনগুলো সাধারণ কার্যক্রম চলবে। এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন (সপ্তম অধিবেশন) আহ্বান করা হলেও দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ায় তা স্থগিত করেন রাষ্ট্রপতি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সর্বশেষ নতুন করে অধিবেশন ডাকা হয়।