রাজনৈতিক সংঘাত এড়াতে সংলাপ ও সমঝোতার সব পথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী সোমবার সচিবদের সঙ্গে বৈঠকে যে কথা বলেছেন তাতে সংলাপ বা সমঝোতার কোনো পথ আর খোলা রইল না। আওয়ামী লীগের নেতারা সংসদের বাইরে বা ভেতরে সংলাপের যে আহ্বান জানিয়েছে আসছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে তা নস্যাৎ হয়ে গেছে।”
প্রসঙ্গত, সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “২৭ অক্টোবর থেকে ৯০ দিন (২৪ জানুয়ারি পর্যন্ত) সংসদ বহাল থাকবে। এ সময় কোনো অধিবেশন বসবে না। এ সময় মন্ত্রিসভা থাকবে, তবে কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না।”
ফখরুল বলেন, “আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার নীলনকশা আঁটছে। তবে জনগণের প্রতিরোধের মুখে তা সফল হবে না।”
১৮ দলীয় জোট কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে জোটের দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।