
একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সহনশীলতার চর্চা ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার মহাসচিবের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে তার মুখপাত্র এ কথা জানান।
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করার জন্য দেশের সবরাজনৈতিক দলের প্রতি আহবান জানান বান কি-মুন।