ব্রেকিং নিউজ
Home | বিনোদন | শারদীয় দূর্গা পূজায় আসছে সাইফ শুভ’র বেহিসেবী মন

শারদীয় দূর্গা পূজায় আসছে সাইফ শুভ’র বেহিসেবী মন

সম্প্রতি ‘বেহিসেবী মন’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী সাইফ শুভ। স্টুডিও জয়া’র নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে নতুন গানটির রেকর্ডিং গতকাল রাতেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সাইফ শুভ। ‘বেহিসেবী মন’ গানটির কথা লিখেছেন নবীন গীতি কবি সজীব ইসলাম সাগর। গানটির সুর এবং সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক রাজন সাহা।

নতুন গানটি সমন্ধে শুভ জানান ‘বেহিসেবী মন’ গানটি ভিষণ রোমান্টিক একটি গান। গানের প্রতিটি শব্দ সুর আর মিউজিক কম্পোজিশন আমাকে বাড়াবাড়ি রকমের মুগ্ধ করেছে। দারুন আনন্দ নিয়ে গানটি গেয়েছি। আশা করছি সব ধরনের দর্শক শ্রোতারা এই গানটি খুব পছন্দ করবেন।

গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে, শুভ বলেন এই প্রথম কোন গানে ভিডিও ডিরেক্টর হিসেবে কাজ করলাম। গানটির মিউজক ভিডিওর জন্য গত এক মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় নতুন মুখ খুঁজেছি। অবশেষে উৎস এবং রিমিকে পেয়েছি, উৎস এবং রিমি মিডিয়াতে একদমই নতুন মুখ। ওরা নিজেদের সবটুকু চেষ্টা দিয়ে দারুণ কাজ করছে । আসছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গানটি স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফেইবুক পেইজ, ওয়েবসাইট সহ স্টুডিও জয়া’র সকল ডিজিটাল প্লাটফর্মে একযোগে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“যদি রাত পোহালে শোনা যেত” এবার নতুন আবহে

“যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গীতিকবি হাসান মতিউর রহমানের ...

কালজয়ী গান গুলো ধরে রাখা প্রজন্মের দায়িত্ব-সাইফ শুভ

তরুণ সঙ্গীত শিল্পী “সাইফ শুভ” গেয়েছেন “নষ্ট মানুষ” “আমি ভালো নেই” এর ...