শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, তহিরুল ইসলাম মিলন প্রমুখ।