রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে সারা দেশের কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় এমপি রুহুল আমিন-৪, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, ভাইস চেয়ারম্যান প্রভাষক আবুল হাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার) শঙ্কর কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা আজিজল হক, ডাক্তার দেলোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলায় ১৯টি স্টল করা হয়েছে। প্রতিটি স্টলে সরকারের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অভুতপূর্ব সফলতা নিয়ে ব্যানার, ফেস্টুন ও হ্যান্ডবিল বিতরণ করা হচ্ছে।