জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: মিয়ানমারে সেনা সমর্থিত সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর অমানবিক জুলুম নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে আইনজীবী সহকারীরা। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্তরে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা তাঁদের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। সমিতির জেলা শাখা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল হকের সঞ্চালণায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটি সহ-সভাপতি শামসুল আলম, সাবেক জেলা শাখা সভাপতি ফহিমুদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মিলন কুমার দাস,সদস্য কেতাবুল হক,আনোয়ার ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, মিয়ামারে রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। তাঁদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এ ব্যাপারে বিশ্ববাসীকে ভূমিকা রাখার আহব্বান জানান বক্তারা।