মো : বোরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি, ২১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ বৃহস্পতিবার দুপুরে রমিজ বিপণির দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করে। জোহরের নামাজ শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহ্ফিলে দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহ্ফিল শেষে জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, দলীয় নেতা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. সুরেশ দাশ, অ্যাড. হায়দার চৌধুরী লিটন প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাঙালীজাতি তাদের যাত্রাপথের সারথিকে হারিয়েছে। অভিভাবক শূন্য হয়েছে দেশ। দেশের মানুষের শোকাবিভূত। মানুষের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সকলকে কাজ করতে হবে।