ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্যের পথে ক্রোয়েশিয়া। ফাইনালের টিকিট কাটতে আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ইংলিশদের মোকাবেলা করবে মদ্রিচ-রাকিটিচরা। কিন্তু তার আগেই দলের সেরা তারকা লুকা মদ্রিচকে প্রশংসায় ভাসালেন দলটির কোচ দালিচ। তার মতে চলতি আসরে জীবনের সেরা ফুটবলটাই খেলছে মদ্রিচ।
রাশিয়া বিশ্বকাপে দারুণ করছে ক্রোয়েশিয়া। দীর্ঘ ২০ বছর পর নিজেদের ইতিহাসের সেরা পর্যায় এসেছে তারা। আর এই উড়তে থাকা ক্রোয়েশিয়াকে এবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লুকা মদ্রিচ। ক্রোয়াটদের পাঁচ জয়ের তিনটিতেই ম্যাচ সেরা হন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। চলতি আসরে তার এমন পারফর্মে অনেক খুশি কোচ দালিচ।
মদ্রিচকে নিয়ে দালিচ বলেন,‘এটা তার স্কিল, যেটা সে আগে তেকেই দেখাচ্ছে। ১১৫ মিনিটের পর বল পাওয়ার জন্য তাকে অনেক জোরে ছুটতে হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন তার ক্ষুধাটা। তার সতীর্থরাও সেটা করছে। আমরা একটি সংঘবদ্ধ দল হিসেবে সাফল্য অর্জন করেছি। এই দলে একজন আরেকজনের জন্য কাজ করে।হয়তো এটা মদ্রিচের জীবনের সবচেয়ে সেরা সময়। সে তার জীবনের সেরা খেলাটাই খেলছে।’