খালেদ হোসেন টাপু, রামু : কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জওয়ানেরা গতদুইদনে পৃথক যাত্রবাহি বাস ও মালবাহি ট্্রাক তলাশি চালিয়ে ৫ হাজার ৮ শ ৩৫ পিচ ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে।
বিজিবি জানায় গতকাল শনিবার ৯ নভেম্বর নাড়ে ৮ টায় কক্সবাজারমুখি যাত্রীবাহি বাস তলাশি চালিয়ে ৩৫ পিচ ইয়াবাসহ চালক মো. রফিককে আটক করে। উলেখ্য শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রামু মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত বিজিবি কক্সবাজারমুখি সুপারী বোঝাই (যশোর-ড-১১-০৭৪২) তলাশী করে ৫হাজার ৮শ পিস ইয়াবা জব্দ করে। ইয়াবা পাচারে জড়িত থাকার অপরাধে টেকনাফ সদরের ইসলামাবাদ এলাকার নুর হোসনের পুত্র মোঃ ফারুক (২৫), ডেইল পাড়ার আবু বক্করের পুত্র ছৈয়দ আলম (২৫), হাবিবপাড়া এলাকার মৃত মূলুকের পুত্র ছৈয়দুল ইসলাম (৫০), মৃত এহসান আলীর পুত্র নুর আলী (৪০), নুর আহমদের পুত্র এজাহার মিয়া (৪০) ও বাহারছড়ার নোয়াখালী পাড়ার মৃত গোলাম বারী মিয়াজীর পুত্র নুরুল আমিন (৫০) কে আটক করে। সে সঙ্গে সুপারীভর্তি ট্রাকটিও জব্দ করে। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।