ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | রামুতে শহীদ মিনারে বিভিন্ন মহলের পুষ্পমাল্য অর্পণ

রামুতে শহীদ মিনারে বিভিন্ন মহলের পুষ্পমাল্য অর্পণ

coxsbazarখালেদ হোসেন টাপু,রামু : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ১২ টা ১ মিনিটে কক্সবাজারের রামু উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন গুলো রামুর প্রথম শহীদ মিনার খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ও  উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে  মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। আজ ২৬ মার্চ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে সারাদেশের মত রামুবাসী ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করবে।
(কর্মসুুচি)
রামু উপজেলা প্রশাসন ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে স্বাধীনতার প্রথম প্রহরে ২১ বার তোপধ্বনী, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, সরকারি, বেসরকারি ভবন সুমহে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ, জাতীয় শান্তি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, ক্যাং এ বিশেষ প্রার্থনা, রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মহিলা সমাবেশ, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

রামু আওয়ামীলীগ ঃ শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে দিন ব্যাপী বঙ্গবন্ধুর ভাষন ও দেশের গান প্রচার।

রামু উপজেলা বিএনপি  ঃ   ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ১২টা ১মিনিটে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, আলোচনা সভা।  এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  রামু ডিগ্রী কলেজ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, রামু প্রেস ক্লাব, চৌমুহনী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি, সেচ্ছাসেবকলীগ, সৈনিকলীগ, শব্দায়ন আবৃত্তি একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাস্কৃতিক ও পেশাজীবি সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...