মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (০৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করে জানা্ন, সাজু নিজ বাড়ির ছাদের ওপর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতায় একটি রড ছাদের উপর দিয়ে যাওয়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।