সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ধরে অবস্থান করছে প্রেমিকা। বিষয়টি ভিন্ন খাতে রুপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রেমিকের বাবা ও এলাকার প্রভাবশালী লোকজন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (১লা মার্চ) নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের মোহাম্মদ আবুবক্করের ছেলে মোহাম্মদ হামজার সাথে কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আশু মিয়ার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বুধবার থেকে অবস্থান করছে।
সরজমিনে গিয়ে ওই মেয়ের সাথে কথা বললে সে কান্না জড়িত কণ্ঠে বলে, দীর্ঘ তিন বছর প্রেম করার পর হামজাকে আমি বিয়ের কথা বললে সে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ফোন নাম্বারে ব্লক করে দেয়ায় গত বুধবার থেকে আজ ৪ দিন ধরে অবস্থান করছি। আমি তার বাড়িতে আসলে তার চাচা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমি নাকি তার বাড়ি থেকে পাঁচলক্ষ টাকা চুরি করে নিয়ে গেছি। এর আগে সে আমাকে বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমার বাবা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এখন আমি কি করব আমার মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই। আমার পরিবারের লোকজন বিষয়টি সমাধানের জন্য আসলে তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান বলেন, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।