সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যটি সামনে রেখে নেত্রকোনার মদনে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর ও সমবায়ীগণের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস শনিবার (৫ নভেম্বর) উপজেলা পাবলিক হল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পাবলিক হল মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটি এম কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মদন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আল আমিন তালুকদার প্রমূখ।