সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোনা) ঃ নেত্রকোনার মদন পৌর সদরের ৬টি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।
শনিবার (৬ আগস্ট) দুপুরে মদন পৌর সদর এলাকায় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে এই অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- জয়মা মিষ্টান্ন ভান্ডার, কৃষ্ণা কেবিন রেস্টুরেন্ট, শাহজালাল হোটেল, ভাই ভাই হোটেল, মায়ের দোয়া হোটেল ও আমিরুল ইসলামের দোকান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান বলেন, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রাস্তার দুপাশের জায়গায় দোকানের মালামাল রাখার দায়ে বেশ কয়েকটি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে মদন থানা পুলিশের সদস্যবৃন্দ।