আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে গজারিয়া-দুলারহাট সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ টি মোটর সাইকেল রাস্তার পাশে পড়ে যায়। এত মোটর সাইকেলে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়। চরফ্যাশনের চেয়ারম্যান বাজারের উদ্দেশ্যে ২টি মোটর সাইকেল নিয়ে তিন যাত্রী রওনা হন, পথিমধ্যে রোদের হাট নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই কাভার্ড ভ্যান মোটর সাইকেল দুটিকে ধাক্কা দেয় এতে আহত হয় মোটর সাইলেক চালক, মোঃ জাফর (৩২) মোতালেব (২৪) সহ তিন যাত্রী শাহে আলম (৩০), জসিম উদ্দিন (২৭), ও জাহের ঢালী (৩১)। আহত মোটর সাইকেল চালকদের বাড়ি ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে।