ভারতের বেঙ্গালুরুতে ২২ বছরের এক বাংলাদেশি তরুণীকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ঘটনায় আলোচিত টিকটিক হৃদয় ওরফে হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশির সাজা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, তাদের মধ্যে ৭ জনকে যাবজ্জীবন এবং বাকীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে শুক্রবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেনঃ
মোহাম্মদ রিফাকদুল ইসলাম ওরফে হৃদয় বাবু,
চাঁদ মিয়া,
মোহাম্মদ আলামিন হোসেন,
রকিবুল ইসলাম,
মোহাম্মদ বাবু শেখ,
মোহাম্মদ ডালিম ও
আজিম হোসেন।
তানিয়া খান নামের একজন নারী আসামী’কে ২০ বছর এবং মোহাম্মদ জামাল নামের একজনেকে ৫ বছরের দণ্ড দিয়েছেন বিচারক।
এবং ফরেনার্স অ্যাক্টের অধীনে নুসরাত ও কাজল নামের দুজনে’কে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় খালাস পেয়েছেন একজন।