ইন্টারন্যাশনাল ডেস্ক : বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১২ কোটি মানুষ।
গত বেশ কয়েকদিন বিশ্বে একদিনে ১০ হাজারের কম মৃত্যু হয়েছে। একদিনে বিশ্বে ফের ১০ হাজারের বেশি মৃত্যু হয়েছে। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ২০৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ লাখ ৪৫ হাজার ৩৮৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ৫১ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৪।