স্টাফ রির্পোটার :বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যারা একই পরিবারের সদস্য। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।বৃহস্পতিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের নিয়ে দেশে মোট ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো।