ব্রেকিং নিউজ
Home | আই টি | বঙ্গবন্ধু হাইটেক পার্কে তৈরি প্রথম ডাটা মক্কা মদীনায় রফতানি শুরু

বঙ্গবন্ধু হাইটেক পার্কে তৈরি প্রথম ডাটা মক্কা মদীনায় রফতানি শুরু

হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি।
ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রধান মন্ত্রীর সাথে সকালে একটি অনুষ্ঠান করছিলাম এটিও বাঙালী জাতির জন্য একটি গৌরবের বিষয়। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করেছি। উদযাপন করেছি। দুইটি ভু-উপগ্রহ উদ্ধোধন করছিলাম। একটি গাজীপুরে আর একটি বেতবুনিয়ায়। সজিব ওয়াজেদ জয়ের নামেই এই দুইটি ভু-উপগ্রহের নামকরণ করা হয়েছে। সেই অন্ষ্ঠুানের পাশে বসেই প্রধান মন্ত্রীকে বলেছিলাম,আমরা আজকে আরেকটা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। তখন প্রধান মন্ত্রী আমাদের দোয়া করলেন। পরে প্রধান মন্ত্রীকে বললাম ১৯৯৭ সালে আপনি কালিয়াকৈরে জায়গা দিয়েছিলেন, এটা আইটি ভিলেজ করবো নাকি কি করবো সে রকম কোন ধারণা কখনো স্পষ্ট ছিলনা। ওখান থেকে প্রথমবারের মত আমরা মক্কা নগরীর জন্য আইওটি ডিভাইজ রপ্তানি শুরু করছি । তখন তিনি আমার দিকে হাসতে হাসতে বলেন শুভ কামনা রইলো।১৯৯৭ সালে তথ্য প্রযুক্তি বিষয়ক একটি ষ্ট্রাষ্ট ফোর্সের সভায় আমরা টিএনটির কাছে এই জায়গাটা দাবী করি। এই জায়গাটি তখন পতিত পড়েছিল। । কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও মহাখালির বর্তমানে কুড়িল বস্তির জায়গাটা দাবী করি। এই দুইটি জায়গা তখন প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছিলেন। ১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে এ জমি হস্তান্তর করা হয়। দীর্ঘদিনেও এটাকে প্রানবন্ত করে গড়ে তুলতে পারি নাই। তবে আজকে মনে হচ্ছে প্রথম এই খানে ফুল ফুটা শুরু হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে ডাটাসফটের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় মাননীয়মন্ত্রী মো. মোস্তফা জব্বারএ সব কথা বলেন। তিনি বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে প্রস্তুতকৃত আইওটি ডিভাইস গুলি প্রথম বারের মতো রপ্তানির জন্য মোহাম্মদ সালেম বিন মাহফুজ, সিইও, স্যাক্আলভা তানিয়াএর হাতে হস্থান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী , মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলক এমপি, বেগম জুয়েনা আজিজ , সচিব আসিটি ডিভিশন , হোসনে আরা বেগম(এন.ডি.সি) , ব্যবস্থাপনা পরিচালক , বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটিসহ প্রমুখ। দেশের স্বনামধন্য তথ্য ও প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ডাটাসফট ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলিইন কর্পোরেশন প্রস্তুতকৃত একটি আইওটি(iot) ভিত্তিক ডিভাইস এখন দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পানি সরবরাহ সমস্যা নিরসনে ব্যবহৃত হবে। মক্কা কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান ‘স্যাক্আলভাতানিয়া, এই অত্যাধুনিক ডিভাইসটি আমদানি করছে। প্রাথমিকভাবে তারা ৫০০০/- টিডিভাইস মক্কার পোর্টেবল পানির ট্যাংক গুলোতে স্থাপন করবে। এই ডিভাইসটি একটি স্বয়ংক্রীয় এলাটসিস্টেমের মাধ্যমে রিজার্বে পানির স্তর ও যে কোন পরিবর্তন সম্পর্কে স্বংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানদিবে। চলতি বছরের ৩১ জুলাই ডাটাসফট্ এর বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে অবস্থিত ফ্যাক্টরি/ফ্যাসিলিটি থেকে ১০০ টিডিভাইসের রপ্তানিকার্য সম্পন্ন হয়, যা এ দেশের ইতিহাসে প্রথম।এই অবিস্মরনীয় সাফল্য উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার ৩১ জুলাই বঙ্গবন্ধু হাই-টেক সিটি, ডাটাসফ্ট ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলিইনক্সম্প্রতি শিক্ষাক্ষেত্রে ও ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য যথাক্রমে তালপাতা‘‘ক’’ (taalpataক’’) ও তালপাতা‘‘ব’’ (taalpata‘‘ব’’) নামে দু ধরনের ল্যাপটপ তৈরি করেছে যা সৌরশক্তির মাধ্যমেও চালানো সম্ভব। ডাটাসফট দূরলিখনে , শিক্ষাক্ষেত্রে ও কর্পোরেট কাজে ব্যবহারের জন্য নিয়ে আসছে স্মার্ট হোয়াইট বোর্ড , যা এ বছরের শেষের দিকে বাজারজাত করা হবে। যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তারাপ্রস্তুত করছে অত্যাধুনিক বিএলই (BLE) ভিত্তিকরিস্টব্যান্ড যা কেয়ার হোমগুলোতে ব্যবহারের জন্য বিশেষায়িত। এছাড়াও ক্যাসিনো, ক্রুজশিপ ও সমুদ্র বন্দওে ব্যবহারের জন্য আইওটি ভিত্তিক সল্যুশনের কাজ চলছে।এমহুর্তে ডাটাসফ্ট ম্যানুফ্যাকচারিং এন্ড অ্যাসেম্বলির প্রোডাক্টগুলোর মধ্যে নিরাপত্তা কাজে ব্যবহৃত ফেইসরিক গনিশনসল্যুশন, র্স্মাট টোলব্যবস্থা ইত্যাদি অন্যতম যা দেশে বিদেশে ও আন্তর্জাতিকভাবে বাজারজাত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

যুক্তরাষ্ট্রে নজরদারিতে ফেসবুক, বিব্রত মার্ক জুকারবার্গ

প্রযুক্তি ডেস্ক : মার্কিন সরকারের ইন্টারনেট নজরদারিতে ফেসবুক ব্যবহারের সিন্ধান্তে বিব্রত হয়ে ...

এপ্রিলেই বন্ধ হয়ে যাচ্ছে Windows XP-র সিকিউরিটি আপডেট!

প্রযুক্তি ডেস্ক : সারা বিশ্বে তুমুল জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ এক্সপি ...