Home | আন্তর্জাতিক | বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

মাহতাব উদ্দীন রবিন,জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলে সকাল সাড়ে সাতটায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি নিবেদন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল নয়টায় উপাচার্য জাবি স্কুল ও কলেজে বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক রচনা প্রতিযোগিতা উদ্বোধন করেন। রচনা প্রতিযোগিতা উদ্বোধনকালে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও ঘোষণায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম বিশ্বদরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সমৃদ্ধ ও বর্ণাঢ্য জীবন ইতিহাস চর্চা করে আমরা নিজেরাই গৌরবান্বিত হবো।
রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের আয়োজনে জাতি-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ইউরোপীয় গণজাগরণ মঞ্চের অন্যতম সমর্থক পিটার কাস্টার ও চারুকলা বিভাগের সভাপতি ড. আফসার আহমদ।

x

Check Also

অবশেষে পর্তুগালের লিসবনে মোহাম্মদ হান্নানের জানাজা ও দাফন সম্পন্ন

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ বাংলাদেশের কেরানীগঞ্জের মোহাম্মদ হান্নানের ...

পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমি’র হলরুমে বর্নিল আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আনোয়ার এইচ খান ফাহিম, ইউরোপীয় ব্যুরো প্রধান,পর্তুগালঃ পর্তুগালের লিসবনে বাংলাদেশী অধ্যুষিত এলাকা রুয়া ...