টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এহতাশেম খান ভুনুসহ মানিকগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আগামীতে তিনি তার নির্বচনী এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের পাশপাশি বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব ব্যাপি ছড়িয়ে দিতে ভূমিকা পালন করবেন।
এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সাক্ষর করেন।