Home | আন্তর্জাতিক | বগুড়া সার্কিট হাউজে খালেদা জিয়া

বগুড়া সার্কিট হাউজে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বগুড়ায় সার্কিট হাউজে উঠেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে বগুড়া সার্কিট হাউজে পৌঁছার পর তাকে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহ আলম, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, পৌর মেয়র এডভোকেট মাহবুবুর রহমান, সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা, গাবতলী পৌর মেয়র ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন প্রমুখ।

অবশ্য শনিবার বিকেল থেকেই সার্কিট হাউজের বাইরে এবং ভেতরে বিপুল সংখ্যক নেতাকর্মী নেত্রীকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন।

এর আগে বিকেল ৪টায় তিনি গুলশানের বাসভবন থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

দু’দিনের এ সফরে তার সঙ্গে রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমসহ অঙ্গসংগঠনের নেতারা।

উল্লেখ্য, পুলিশ-র্যা ব ও সরকারি দলের হাতে বগুড়ায় ১৩ জন এবং জয়পুরহাটে ছয় জন নিহত হয়। গত ৩ মার্চ সকালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভক্তরা বগুড়ায় বিক্ষোভে নামলে পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে নারী-শিশুসহ ১৩ জন নিহত হয়। তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে দুই দিনের সফরে বগুড়া গেছেন খালেদা জিয়া।

x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...