অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২৭ টি ভারতীয় বাই-সাইকেল জব্দ করেছে। জব্দকৃত বাই-সাইকেল গুলোর আনুমানিক মুল্য প্রায় আড়াই লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর পিলার হতে ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকায় শিমুলবাড়ী ও বালারহাট ক্যাম্পের বিজিবি’র সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হিরো রয়েল ও বিএসএ ব্রান্ডের নতুন সাইকেল গুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা সাইকেল গুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম জানান, জব্দকৃত ২৭টি বাই-সাইকেল জয়মনিরহাট কাস্টমস অফিসে জমা দেয়া হবে।