অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম ঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আব্দুল জলিল (৩৫) নামে এক বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফুলবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার শিমুলবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, ২০১২ সালের ভ্রাম্যমাণ আদালতের মিস আপিল মাদক মামলা নম্বর-১৫/১২ এর ১ বছরের সাজা প্রাপ্ত আব্দুল জলিল দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
