স্টাফ রির্পোটার : ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটযুদ্ধে ‘অল আউট’ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বিএনপি। দুই মেয়রের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের জেতাতে এবার শেষ পর্যন্ত মাঠে থাকবে দলটি। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, ভোটের সুষ্ঠু পরিবেশ থাকবে না এটা জেনেও তারা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে যাচ্ছেন। ইভিএম জালিয়াতির শঙ্কাও নেতাদের। তারপরও ফলাফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সিনিয়র নেতাদের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি থাকবে। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট, ২০-দলীয় জোটসহ দল সমর্থিত বুদ্ধিজীবীদের নিয়ে পৃথক কমিটি করে জনগণের কাছে যাবেন ধানের শীষের দুই মেয়র প্রার্থী। বেগম জিয়ার মুক্তি দাবির পাশাপাশি সরকারের বিরুদ্ধে জাতীয় নির্বাচনের ভোট ডাকাতির অভিযোগসহ নানা ‘অনিয়ম’ ও ‘দুঃশাসনের’ চিত্র তুলে ধরে লিফলেটও তৈরি করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির পুরনো মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে। তবে দক্ষিণে বিএনপির নতুন মুখ প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে। এই দুই নেতাই অপেক্ষাকৃত তরুণ। ধানের শীষ প্রতীক পাওয়া এই দুই মেয়র প্রার্থী আগামীকাল দুপুুরে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অফিসে মনোনয়নপত্র জমা দেবেন। জানা যায়, বিএনপির দুই মেয়র প্রার্থীই বেশ কিছুদিন ধরে ঢাকা মহানগর বিএনপির দুই শাখার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গেও আলোচনা করেন তারা। কাউন্সিলর প্রার্থীদের সঙ্গেও তারা কথাবার্তা বলেন। এ ছাড়া নগরীর সমস্যাগুলো নিয়েও বেশ কিছু দিন ধরে নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন বিএনপির এই দুই মেয়র প্রার্থী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা একটি গণতান্ত্রিক দল, আমাদের পক্ষে নির্বাচনে থাকাটাই উপযোগী কাজ। তার মধ্য দিয়েই আমরা আমাদের আন্দোলনটা আরও বেগবান করতে সক্ষম হব, জনগণের কাছে যেতে সুযোগ সৃষ্টি হবে। গত নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন সেই সুযোগ আমাদের দেয়নি। এই নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমরা মনে করি না। তারপরও আমরা এই নির্বাচনে যাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। এরই মধ্যে দলীয়ভাবে মনোনীত হওয়ার পর দুই মেয়রপ্রার্থী গণমাধ্যমে কথা বলেন। নির্বাচিত হলে ‘বাসযোগ্য আধুনিক ঢাকা’ গড়ার অঙ্গীকার তাবিথ আউয়ালের, ‘নগর সরকার’ আদলে ঢাকাকে সাজানোর অঙ্গীকার ইশরাক হোসেনের। তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকতে চাই। বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটারদের অধিকার রক্ষা করার জন্য আন্দোলনের অংশ হিসেবে আমরা ভোটে অংশ নিচ্ছি। আজ ঢাকা শহর প্রত্যেকটা সেক্টরে নিম্নস্থানে অবস্থান করছে। আমরা চেষ্টা করব এই অচল শহরকে আধুনিক ঢাকায় রূপান্তর করতে। জনকল্যাণে কাজ করাই হবে আমাদের লক্ষ্য। প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ক্ষমতার ভারসাম্য অনুপস্থিতির কারণেই কিন্তু আমাদের ঢাকা আজকে বিশ্বের সবচেয়ে অবসবাসযোগ্য নগরীর মধ্যে অন্যতম। কারণ এখন যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে জনগণের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আপনারা একটা জিনিস দেখবেন যে পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে ১২ বছরে, এটা দিয়ে ঢাকা কেন বাকি ১২টা সিটি করপোরেশন উন্নত করা সম্ভব ছিল।
বিএনপির কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত আজ : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের থেকে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করেছে নির্ধারিত তিনটি কমিটি। এই তিন কমিটি গতকাল সকাল ৯টায় গুলশানের কার্যালয় এবং নয়াপল্টনে মহানগর কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। কিন্তু গতকাল দীর্ঘ রাতেও প্রার্থী চূড়ান্ত করতে পারেননি। এ জন্য আজ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর দলীয় চূড়ান্ত প্রার্থী তালিকা করা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। আগামীকাল দুপুরের মধ্যেই নির্বাচন কমিশন অফিসে এ তালিকা হস্তান্তর করা হবে।