ইকবাল মাহমুদ (হিরু) ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় নির্বাচনী শোডাউন করেছে ইসলামী ঐক্যজোট বাংলাদেশ এর ফরিদপুর জেলা শাখা। নগরকান্দা উপজেলার লস্করদিয়া শাকপালদিয়া মাদ্রাসা থেকে নির্বাচনী শোডাউনটি শুরু হয়ে নগরকান্দা সালথার ১৭টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। এই নির্বাচনী শোডাউনের বহরে মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ৫ শতাধিক নেতাকমীরা অংশগ্রহন করেন। উক্ত বহরে নেতৃত্ব দেন নগরকান্দা সালথা নির্বাচনী আসন-২ এর সম্ভাব্য প্রার্থী ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আসাদ, মাওলানা নিজামউদ্দিন ও হাফেজ মাওলানা মোস্তফা প্রমুখ।