Home | আন্তর্জাতিক | ফরিদপুরের কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত হবার ঘটনায় শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে মানববন্ধন

ফরিদপুরের কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত হবার ঘটনায় শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে মানববন্ধন

ইকবাল মাহমুদ (হিরু), ফরিদপুর প্রতিনিধি, ২ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ফরিদপুর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর ম. হালিমকে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে। কলেজ অধ্যক্ষর মুঠো ফোন বন্ধ থাকায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি। বিশেষ সূত্রে জানা গেছে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছে প্রশাসনকে।

x

Check Also

পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হান্নানের লাশ ১৫ দিন ধরে একটি হাসপাতালে

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগাল। পর্তুগালের সানতারাই শহরের একটি ...

পর্তুগালের লিসবনে পর্তুগীজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন

আনোয়ার এইচ খান ফাহিম বিশেষ প্রতিনিধি, পর্তুগাল। পর্তুগালের রাজধানী লিসবনে ৮ই মে ...