Home | বিবিধ | পরিবেশ | ফকিরহাটে বিলুপ্ত প্রায় দৃষ্টিনন্দন জারুল ফুল

ফকিরহাটে বিলুপ্ত প্রায় দৃষ্টিনন্দন জারুল ফুল

সুমন কর্মকার : পাপড়ির নমনীয় কোমলতায়, দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা নিয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল। এই পাতাঝরা বৃক্ষ শীতকালে পত্রশূন্য থাকে। বসন্তে গাঢ় নতুন সবুজ পাতা গজায়। গ্রীষ্মের শুরুতেই এ ফুল ফোটে এবং শরৎ পর্যন্ত দেখা যায়। ফুলটির ইংরেজি নাম Giant Crape-myrtle পরিবার Lythraceae বৈজ্ঞানিক নাম Lagerstroemia Speciosa

জানা যায়, জারুল ফুলের আদি নিবাস শ্রীলংকায়। তবে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া ছাড়াও বিভিন্ন দেশে জারুল গাছের দেখা মেলে। গাছ সাধারণত ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়। রয়েছে ভেষজ গুণাগুণ। এর বীজ, ছাল ও পাতা ডায়াবেটিস রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও জ্বর, অনিদ্রা, কাশি ও অজীর্ণতায় জারুল উপকারী।

নীলাভ ও গোলাপি দুই রঙের জারুল ফুল বাংলাদেশের বিভিন্ন জেলায় চোখে পড়লেও বাগেরহাটের ফকিরহাট উপজেলাতে খুব একটা দেখা মিলে না। প্রায় বিলুপ্ত। জারুলের রং ও রূপ নয়নাভিরাম, ফুলে পাপড়ি ছয়টি, ফুলের মাঝখানে হলুদ রঙের পরাগ রয়েছে। গাছের পাতা সবুজ, পুরু ও বড় আকৃতির। গাছের শাখা-প্রশাখা ও কান্ড শক্ত। শাখা-প্রশাখার অগ্রভাগে বোঁটায় অসংখ্য ফুল ফোটে। বোঁটার নীচ থেকে প্রথম ফুল ফোটা শুরু হয়ে বোঁটার সামনের দিকে ধীরে ধীরে ফুল ফোটে। ফুল শেষে গাছে বীজ হয়, বীজ দেখতে গোলাকার ও বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে। জারুল কাঠ লালচে রঙের, অত্যন্ত শক্ত ও মূল্যবান। ঘরের আসবাবপত্র, লাঙ্গল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় জারুল গাছ।

 

[প্রিয় পাঠক-পাঠিকা আপনিও বিডিটুডে২৪ ডট কম এর অংশ হয়ে উঠুন।  সমকালীন ঘটনা, সমাজের নানান সমস্যা,  জীবনজাপনে সঙ্গতী-অসঙ্গতীসহ বিভিন্ন  বিষয়ে বস্তনিষ্ঠ ও  অপনার  যৌক্তিক মতামত  লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-bdtoday24mail@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নড়াইলে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ ...

হাওরে বেড়াতে এসে কলেজ শিক্ষার্থী নিখোঁজ, লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বেড়াতে এসে নিখোঁজ জাহেদ চৌধুরী নামে ...