ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার উল্টে এক পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হামিদ মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুল ইসলাম (৪০)। সবার বাড়ি গাইবান্দার ফুলছড়ি গ্রামে। আহতরা হলেন, হামিদ মেম্বারের ছেলে নুরুদ্দিন (২৭), মেয়ে ফাতেমা আক্তার (২২) ও প্রাইভেটকারচালক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার জানান, গাইবান্ধা থেকে ওই পরিবার দম্পতি চিকিৎসার জন্য ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল। পথে আলালপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দম্পতি ও তাদের ছেলেসহ তিনজন নিহত হন। এ ঘটনায় তাদের দুই ছেলে, মেয়ে ও প্রাইভেটকারচালকসহ তিনজস আহত হয়েছেন।