স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : প্রথমবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট। বৃহস্পতিবার রাতে এ সম্পর্কিত নোটিফিকেশন জারি এবং তা কার্যকর হয়েছে। তাতে বলা হয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুস্থ হয়ে দায়িত্বে না ফেরা পর্যন্ত স্পিকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘রাষ্ট্রপতির অসুস্থতার কারণে সংবিধান অনুযায়ী স্পিকার তার দায়িত্ব পালন করছেন। তবে এ ক্ষেত্রে স্পিকারকে ভারপ্রাপ্ত কিংবা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ভাবার কোনো সুযোগ নেই।’
‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে তিনি পুনরায় দায়িত্বে না ফেরা পর্যন্ত স্পিকার তার দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ রয়েছে।’ বললেন সচিব।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য নয়। তবে অসুস্থতার কারণে তার অনুপস্থিতিতে স্পিকার ওই দায়িত্ব পালন করছেন।’
এর আগে অসুস্থতার কারণে এবং বিদেশ সফরে গেলেও কোনো বারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন নি স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট। প্রথমবারের মতো রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পেলেন তিনি।
এদিকে সরকারের এক তথ্যবিবরণীতে চিকিৎসাধীন রাষ্ট্রপতির অবস্থার আরও উন্নতি হয়েছে জানিয়ে বলা হয়, ‘সিঙ্গাপুর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে- রাষ্ট্রপতির হৃৎপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় অগ্রগতি হচ্ছে। এছাড়া ডায়ালাইসিস করার পর তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।’
৮৫ বছর বয়সী রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে গত সোমবার থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।