ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | পর্তুগালের লিসবনে পর্তু-বাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২২

পর্তুগালের লিসবনে পর্তু-বাংলা ফুটবল টুর্নামেন্ট ২০২২

আনোয়ার এইচ খান ফাহিম,
ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ
প্রবাসে অবস্থানরত বাংলাদেশীরা যাতে কাজ ও পাড়াশোনার চাপের মাঝে খেলাধুলায়ও নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে সেই উদ্দেশ্যে বাংলাদেশী কমিউনিটি’র পক্ষে মোহাম্মদ শাহজাহান একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। ১৮ জুন রাতে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে টীমগুলোর পক্ষ নির্বাচনের ড্র অনুষ্ঠিত হয়। ১৯ জুন লিসবনের ওলাবাইস এলাকার একটি স্থানীয় মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়। মোট ছয়টি টীম এই খেলায় অংশ নেয়। সেমি ফাইনালের পরে ফাইনাল খেলাটি হয় “বাংলাদেশ ইয়ূত এসোসিয়েশন ইন পর্তুগাল” বনাম “জাগো বাঙালী ফুটবল টীম”।
ফাইনালে ৫-১ গোলে বিজয়ী হয় “জাগো বাঙালী ফুটবল টীম”।

ম্যান অফ টি টুর্নামেন্ট হয়েছেন বাংলাদেশ ” ইয়ূথ এসোসিয়েশন ইন পর্তুগাল” টিমের আল আমিন (তিনি টুর্নামেন্টে মোট ৯ টি গোল করেন)

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রনি মোহাম্মদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও পর্তুগাল সোশ্যালিস্ট পার্টির নেতা রানা তাসলিম উদ্দিন, বরিশাল এসোসিয়েশন এর সভাপতি শাহীন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার এইচ খান ফাহিম এবং টুর্নামেন্টের আয়োজক মোহাম্মদ শাহজাহান প্রমুখ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো ‘পর্তুগাল বাংলা প্রেস ক্লাব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার চেষ্টা

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে ফসল রক্ষার বাদ কেটে মাছ ...

মদনে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা ...