মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব স্টাটিসটিক্স ডে ২০১৭’ উদযপান করা হয়। এ উপলক্ষে আজ বুধবার (১৮ অক্টোবর ২০১৭) সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে স্টাটিসটিক্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। নোবিপ্রবি স্টাটিসটিক্স বিভাগের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা।