সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোনা)ঃ কেন্দুয়া -মদন উপজেলার কৈজানি ফেরিঘাটটি দিয়ে প্রতিনিয়তই শতশত মানুষ চলাচলের ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাচ্ছে। সারাদেশে উন্নয়ন হলেও নেত্রকোণা জেলার মদন উপজেলার কৈজানি ফেরিঘাট পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত কোন ধরণের উন্নয়নের ছোঁয়া পায়নি।
মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন ও কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের লোকেরা ছোট-বড় যানবাহন নিয়ে প্রতিনিয়তই নৌকা যোগে পারাপারে জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করছে।
দুই এলাকার মানুষ কৃষি নির্ভরশীল হওয়ায় জনসাধারণের বৈশাখ মাসে বোর ধানের ফসল, সাইডুলী নদী হতে ধলাই নদীর খড়স্রোতা বয়ে এ-পাড় থেকে ও-পাড় আনা-নেয়ায় চরম দূর্ভোগ পোহাতে হয়।
কৈজানি ফেরিঘাটে একটি ব্রীজ হলে এলাকাবাসীর চরম দূর্ভোগ কমবে। স্থানীয় বাসিন্দা শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, ইয়াসিন আহ্মেদ সোহাগ, কাউছার আহমেদ, ওমর ফারুক তালুকদার, কান্দিউড়ার বাসিন্দা আব্দুল সেলি, বলেন, পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পড়েনি এই এলাকাটিতে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে গ্রাম হবে শহর তাই আমাদের একটি সেতুর দাবী। উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দিলেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সেতুটি নির্মাণ হলে মদন কেন্দুয়া যোগাযোগে আরো কম সময় লাগবে ।