ইন্টারন্যাশনাল ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এক টুইট বার্তায় মোদি বলেছেন, এক সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা-ভারত সম্পর্কের উন্নতিতে জো বাইডেনের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও শক্তিশালী করতে ফের বাইডেনের সঙ্গে একত্রে কাজ করার আশা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।
কমলা হ্যারিসের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার জয় নতুন পথের সন্ধান দেবে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার নাগরিকদের কাছে তিনি গর্ব। কমলা হ্যারিসের সমর্থনে এবং নেতৃত্বে ভারত-আমেরিকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী মোদি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ভারত-আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় বলে আশা প্রকাশ করেছেন তিনি। ৪৬তম মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীও। বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমলা হ্যারিসের নেতৃত্বে বিশ্ব ও ভারতীয় উপমহাদেশের শান্তির পথ আরও প্রশস্ত হবে।