আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ন্যাজারীন মিশন নর্থ ওয়েষষ্ট জেলার উদ্যোগে রবিবার নওগাঁর পতœীতলায় উপজেলার কৃষ্ণপুর, পাটিচরা, পতœীতলা ও মাটিন্দর ইউপির ৪০ টি গ্রামের ৫২০ পরিবারের মাঝে উপজেলার চক গবিন্দ সিডিসি সেন্টারে ত্রান বিতরন করা হয়েছে।
ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, পতœীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বাংলাদেশ ন্যাজারীন মিশন নর্থ ওয়েষ্ট জেলার জেলা সুপারেন্টেন্ড রেভার দীপক বৈদ্দ, এরিয়া কনভেনার রেভার ফাইম বর্মণ, তানভীর চৌধুরী, পরেশ টুডু প্রমূখ।
ত্রান হিসাবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।