Home | আন্তর্জাতিক | ধোনির প্রশংসায় সৌরভ গাঙ্গুলী

ধোনির প্রশংসায় সৌরভ গাঙ্গুলী

 স্টাফ রিপোর্টার, ৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। টেস্ট অধিনায়ক হিসেবে বেশি ম্যাচ জিতে সৌরভের রেকর্ড ভেঙেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি।

আগামী  টেস্ট সিরিজগুলোতেও ধোনি জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সৌরভ। বলেন, ‘ধোনির রেকর্ড প্রশংসনীয়। ২২টি টেস্ট জেতা সহজ কাজ নয়। গত দুই বছর ধরে ধোনি যে পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন জয় নিঃসন্দেহে স্বস্তির।’অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজে এ মুহূর্তে ২-০ তে এগিয়ে আছে ভারত।
দীর্ঘ আট বছর সামনে থেকে ভারতকে নেতৃত্ব দেন গাঙ্গুলী। তার মতে, ‘ভারতীয় ক্রিকেটের জন্য এটা খুবই ভালো সংবাদ। আশা করি, এটি ভারতীয় ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
সৌরভের নেতৃত্বে ৪৯টি টেস্ট খেলে ২১টিতে জিতেছে ভারত। আর ধোনির অধিনায়কত্বে ৪৫ টেস্টের মধ্যে ২২টি জয় পেয়েছে ব্লুরা।
x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...