ব্রেকিং নিউজ
Home | শেয়ার বাজার | ড. মুশাররফের মৃত্যুতে গভর্নরের শোক

ড. মুশাররফের মৃত্যুতে গভর্নরের শোক

স্টাফ রিপোর্টার, ঢাকা, ২২ ফেব্রুয়ারী, বিডিটুডে ২৪ ডটকম : প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মুশাররফ হোসেনের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তিনি  এ শোক প্রকাশ করেন।

শুক্রবার রাত সাড়ে ১২টায় মুশাররফ হোসেন মারা যান। তিনি বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ-গবেষক, বরেণ্য মুক্তিযোদ্ধা ছিলেন। তার উজ্জ্বল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ পেয়েছেন।

শোকবার্তায় গভর্নর বলেন, অধ্যাপক মুশাররফ হোসেনের আকস্মিক মৃত্যুতে আমি এবং ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।  তার মৃত্যুতে বাংলাদেশ এক বিশিষ্ট কৃতি সন্তানকে হারালো। এ শূন্যতা কখনো পূরণ হবার নয়। সর্বদা প্রাণোচ্ছল, সদালাপী, সৎ, নিষ্ঠাবান আমার প্রাণ প্রিয় শিক্ষক, ড. মুশাররফ হোসেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাভিভূত।
শোকবার্তায় গভর্নর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

x

Check Also

পুঁজিবাজারে লেনদেনের সূচক ঊর্ধ্বমুখী

ডেস্ক রিপোর্ট : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর ...

সূচক পতনে লেনদেন

ডেস্ক রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন ...