চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম স্টেশন রোড থেকে ৮৮ ভরি স্বর্ণালঙ্কারসহ জোসেফ উদ্দিন রুমন নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে কোতোয়ালী পুলিশের একটি টিম।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে এসব স্বর্ণ ঢাকায় নেয়ার পথে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে একটি চক্র ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণ পাচার করে আসছে। আজ গোপন সংবাদে স্বর্ণ পাচারে বিষয়টি জানতে পেরে টিম কোতোয়ালী রাতে অভিযান পরিচালনা করে নগরীর স্টেশন রোড় এলাকা থেকে স্বর্ণ পাচার চক্রের সদস্য জোসেফ উদ্দিন রোমনকে আটক ও তার কাছ থেকে ৮৮ ভরি স্বর্ণ (স্বর্ণের বার ও গালার চেইন ও কানের দুল) উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণ অবৈধভাবে পাচার করা হচ্ছিল। জব্দ করা এসব স্বর্ণের অনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান ওসি মহসীন।
আটক রুমন রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ার দক্ষিণ পাড়ার এলাকার মো. জহির আহমদের ছেলে।