গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নব জাতীয়করণ কৃত ও বেসরকারি প্রথমিক শিক্ষক সমিতি। শনিবার বিকেলে তারা টুঙ্গিপাড়া পৌঁছে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তারা।
পরে গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল উদ্দিন, গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ মোঃ জাহাঙ্গীর হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এসময় ৯৬০টি বিদ্যালয়ের দ্রুত পূর্নাঙ্গ গেজেট প্রকাশের দাবী জানান বক্তরা।