এসএস মিঠু ,জয়পুরহাট প্রতিনিধি, ২১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ‘জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য এবং অস্পৃশ্যতা প্রতিরোধে উপযুক্ত আইন প্রনয়ন করতে হবে’। এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে ‘বিশ্ব বর্ণবৈষম্য বিলোপ দিবস’ পালিত হয়েছে।
এ উপলে বৃহস্পতিবার সকালে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের সামনের প্রধান সড়কে জেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আদিবাসী,হরিজন ও দলিত সম্প্রদায়ের অংশগ্রহনে ঘন্টাব্যাপি মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড দেওয়ান মো: বদিউজ্জামান,জেলা বাসদের সাধারন সম্পাদক কমরেড ওবায়দল্লাহ মুসা প্রমুখ।