Home | আন্তর্জাতিক | জ্ঞান ভিত্তিক জাতী গঠনের শিার বিকল্প নাই—- ইসরাফিল আলম এমপি

জ্ঞান ভিত্তিক জাতী গঠনের শিার বিকল্প নাই—- ইসরাফিল আলম এমপি

মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ২৮মার্চ বিডিটুডে ২৪ ডটকম : গতকাল বৃহস্পতিবার নওগাঁর রাণীনগরের আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্থানীয় এমপি ইসরাফিল আলম বলেছেন, জ্ঞান ভিত্তিক জাতী গঠনে শিার কোন বিকল্প নাই । সম্পদ দিয়ে উন্নয়ন সাময়িক হলেও শিা উন্নয়নকে টিকসই করে ধরে রাখতে সম হয়। তাই শিতি জাতি গড়তে না পরলে জাতির উন্নয়ন করা সম্ভব নয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিা অফিসার এসএম আসাদুজ্জামান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক আব্দুস সোবহান প্রমূখ। অনুষ্ঠানে যোগ দেয়ার আগে এমপি ইসরাফিল আলম অত্র বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...