স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার মকিমবাজার থেকে অপহৃত বংশালের সাইকেল ব্যবসায়ী মো: হাকিমকে(৫৫) জুরাইন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুই নারীসহ পাঁচজনকে। অপহরণের পর অপহৃতের পরিবারের মোবাইল ফোনে মুক্তিপণ চওয়া হয়েছিল। বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, তাদের চাহিদা অনুযায়ী কিছু টাকা বিকাশের মাধ্যমে দেয়া হয়েছিল। শনিবার ভোরে জুরাইন এলাকার একটি টিনশেড বাড়ি থেকে হাকিমকে উদ্ধার করা হয়। এ সময় ভাগ্যরানী নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, ওই বাসায় অভিযানের আগে জুরাইনের আরেক বাসা থেকে শাওন,রানা,হৃদয় ও নিশি নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য থেকেই হাকিমকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে মকিমবাজার নিজ বাসার সামনে থেকে অপহৃত হন ব্যবসায়ী মো: হাকিম।